বরখাস্ত হলেন বারাক ওবামা!

0
376

ম্যাগপাই নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোতে জুরি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই বরখাস্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার সকালে সাড়ে ৯টায় ওবামা কাজে যোগদান উপলক্ষে বাড়ি ছড়েন।

আদালত ভবনে পৌঁছে ১৭তলায় গিয়ে তিনি অন্যান্য জুরি ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। এ সময় তার পরনে ছিল শার্ট-প্যান্ট ও কোট। তবে কোনো টাই পরেননি। আদালতে পৌঁছে তিনি কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করেন।
এরপর সন্ধ্যায় ওবামার কাজের ওপর ভিত্তি করে একটি ভিডিও দেখেন কুক কাউন্টির প্রধান বিচারক টিমোথি ইভানস। ভিডিওটির শিরোনাম ছিল ‘ইন্ট্রোডাকশন টু জুরি ডিউটি’। এরপর তিনি ওবামাকে বরখাস্ত করেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা তার পক্ষ থেকে পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে প্রস্তাব দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথাও জানিয়েছেন তিনি।
ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন প্রায় আট বছর। গত বছর শেষ হয় তাঁর শাসনকালের মেয়াদ।

ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১২ বছর শিক্ষকতা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এরপর আইনজীবী হিসেবে যোগ দিয়ে কাজ করেছেন বেশ কিছুদিন। তবে এবার জুরি হিসেবে শিকাগোতে কাজ শুরুর প্রথম দিনেই বরখাস্ত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here