বহিরাগত সন্ত্রাসী কর্তৃক পাউবোর কর্মচারীকে লাঞ্ছিত ও হুমকির প্রতিবাদে ঝিনাইদহ পাউবোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
561

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: বহিরাগত সন্ত্রাসী কর্তৃক পাউবোর কর্মচারীকে লাঞ্ছিত ও হুমকির প্রতিবাদে ঝিনাইদহ পাউবোর ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত ২৮শে ডিসেম্বর শনিবার শাহিন নামে বহিরাগত একদল সন্ত্রাসী সহ দলবল নিয়ে ঝিনাইদহ পাউবোর চত্বরে প্রবেশ করে ঝিনাইদহ পাঊবো শ্রমিক কর্মচারী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর হাসান জনি কে খুঁজতে থাকে। এ সময়ে জনি অফিসে না থাকায় জাহাঙ্গীর নামে এক কর্মচারীর নিকট জানতে চায় যে জনির রুম কোথায়। জাহাঙ্গীর জনির রুম না দেখিয়ে বলে যে, সে বাড়িতে নাই। জরুরী কাজে ঢাকায় গেছে। এ সময়ে সন্ত্রাসীরা জাহাঙ্গীরের উপর চড়াও হয়ে হেনস্তা করে, মারধর করতে যায় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। পাঊবো শ্রমিক কর্মচারী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর হাসান জনি সহ পাঊবো শ্রমিক কর্মচারী লীগের সমস্ত কর্মচারীগন এ ঘটনার প্রতিবাদে রবিবার এলাকাজুড়ে ও তাদের নিজ কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করে। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ পাউবোর শ্রমিক কর্মচারী লীগের সভাপতি খুরশিদ শরিফ ও সাধারন সম্পাদক মাহাবুবুর হাসান জনি সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশ শেষে পাউবোর সকল কর্মচারীরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে এলাকাজুড়ে বিক্ষোভ ও লাঠি মিছিল করে। বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা সহ পাউবোর চত্ত্বও এরিয়া ঘুরে মুল গেটে গিয়ে শেষ করে, একটি সমাবেশ করে। এই সমাবেশে পাউবোর শ্রমিক কর্মচারী লীগের সাধারন সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল পাউবোর মধ্যে অবৈধ ভাবে বসবাস করে মাদকের ব্যবসা সহ আড্ডা দিয়ে আসছিল। তাদের কে বাধা দেওয়ায় তারাই এই সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। তাদের এই সকল হুমকিতে পাউবোর প্রতিটি কর্মচারী কর্মকর্তা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি। আমারা রাষ্ট্রের কর্মচারী তাই প্রশাসনের যদি আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করে তাহলে আমারা কি ভাবে অফিস করব? তাই বিষয়টা নিয়ে প্রশাসনের যথাযথ দৃষ্টি আকর্ষণ করেছেন ঝিনাইদহ পাঊবো শ্রমিক কর্মচারী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here