বাংলাদশে ফ্রী ব্যাপ্টিস্ট চার্চ্চেস’র নির্বাহী পরিষদ’র নির্বাচন সম্পন্ন

0
428

ফিলিপ সরকার চেয়ারম্যান, থিয়ফিল গাজী সেক্রেটারী

নিজস্ব প্রতিবেক, তালা: বাংলাদশে ফ্রী ব্যাপ্টিস্ট চার্চ্চেস এর নির্বাহী পরিষদ’র নির্বাচন ২০১৭-২০১৯ সম্পন্ন হয়েছে। তালা উপজেলার আটারই ফ্রী ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গনে শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ মিনিটি পর্যন্ত নির্বাচন অনুষ্টতি হয়। নির্বাচনী অনুষ্টানে বাংলাদশে ফ্রী ব্যাপ্টিস্ট চার্চ্চেস এর অধিনস্থ ১৫ টি মন্ডলী থেকে ৬০ জন পালক, প্রচারক ও প্রতিনিধিবৃন্দ উপস্থতি হয়ে নির্বাচনে তাদের সক্রিয় মতামত ও ভোট প্রদান করনে। উক্ত নির্বাচনে ফিলিপ সরকার চেয়ারম্যান, পাষ্টর প্রদ্যুৎ সরকার ভাইস চেয়ারম্যান, পাষ্টর থিয়ফিল গাজী সেক্রেটারি, মিসেস চম্পা সরকার ট্রেজার নির্বাচিত হন। এছাড়া মার্ক সরকার, পাষ্টর মাধব সিংহ, শিখা সিংহ, টুম্পা সরকার এবং পাষ্টর প্রদীপ মন্ডল মেম্বর হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নির্বাহী বোর্ডের জন্য বিশেষ আশির্বাদ পরিচালনা করেন পাষ্টর সুভাষ রায়। উক্ত নির্বাচন অনুষ্টানের পরিচালনা করেন, পাষ্টর বয়হোম লনচেও- (প্রধান নির্বাচন কমশিনার), পাষ্টার রবীন্দ্রনাথ মন্ডল (নির্বাচন কমিশনার), পাষ্টর সুভাষ রায় এনসিএফবি কর্তৃক প্রেরিত প্রতিনিধি (নির্বাচন কমশিনার)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here