বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল মুজিবনগর সরকার গঠনের মধ্যদিয়ে-রনজিৎ রায় এমপি

0
802

অনুপম দে,বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি ঃ বাঙ্গালির স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস একটি গুরুত্বপুর্ন ও স্মৃতিবিজড়িত দিন।একাত্তরের অগ্নিঝরা এদিনে বাঙ্গালির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের মধ্যে দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার সূর্য আনুষ্ঠানিক ভাবে উদিত হয়েছিল ‘মুজিবনগর সরকার গঠনের মধ্যদিয়ে । এ জন্যই এ দিবসের মাহাত্ম বাঙ্গালী জাতির জীবনে অনির্বাণ শিখার মত সর্বদা বহমান আছে ও থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ি মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেদিন । যারা মুক্তিযুদ্ধকে সাংগঠনিক কাঠামোতে রূপদানের মাধ্যমে বিজয় অর্জনের পথকে সুগম করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তাই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষক ও অভিবাবকদের। গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাঘারপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকরী কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন,বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মীর আবু মাউদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম ছরোয়ার,পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই,শরিফুল ইসলাম,পৌর আওয়ামীলীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতামূলক আলোচনা সভায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here