বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি বিশ্ব গ্লকোমা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

0
537

নিজস্ব প্রতিবেদক : রোববার সাকাল সাড়ে দশ টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহি বিভাগে সামনে বিশ্ব গ্লকোমা সপ্তাহ ২০১৭ উপলক্ষে বাংলাদেশ চক্ষু চিককিৎসসক সমিতি যশোর জেলা শাখা এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

সভাপতি চক্ষু বিষেষজ্ঞ ডাক্তার আহসান কবিরের সভাপতিত্বে এসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাধায়ক ডাক্তার কামরুল ইসলাম বেনু, অরো উপস্থিত ছিলেন ডাক্তার গিয়াস উদ্দীন, ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার হিমাদ্র শেখর সরকার৷
আলোচনা সভা শেষে রেলী বের করে৷ এই রোগের বিষয়ে ডাক্তার হিমাদ্রী শেখর সরকার বলেন এটা চোখের প্রেসারের সমস্যা ,এ সমস্যার কারনে চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here