বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনা তদন্তে দুই কমিটি

0
408

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক ৩ সদস্যের এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ৫ সদস্যের দু’টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৩০তলা ভবনের ১৪তলায় এ আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, অগ্নিকাণ্ডে বৈদেশিক মুদ্রানীতি শাখার কিছু কাগজপত্র পুড়ে গেছে। ঘটনার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শফিকুল ইসলাম জানান, ব্যাংকের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অপর নির্বাহী পরিচালক আহমেদ জামালকে। ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কমিটিকে আগামী ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহমেদ খান জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ খতিয়ে দেখতে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here