বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান

0
346

ক্রীড়া ডেক্স : দু’দিন আগে পাকিস্তান ঢুডে’ তে খবর প্রকাশ করা হয় তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ৯ জুলাই বাংলাদেশ আসছে পাকিস্তানি ক্রিকেট দল। তবে সেই সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, দুইদেশের পারস্পরিক সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করা হয়েছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০১১-১২ এবং ২০১৫ সালে দুই দফা বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। কিন্তু এর মধ্যে কোন ফিরতি ট্যুরে যায়নি বাংলাদেশ। এ বছর বাংলাদেশ পাকিস্তানে খেলতে যেতে পারে কিনা, সে আলোচনা কোন ফলাফল ছাড়া শেষ হওয়ায়, তৃতীয় সফরটি স্থগিত করা হয়েছে। তবে পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো বলেও জানিয়েছন তিনি।

পিসিবি বাংলাদেশকে দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিসিবি তা নাকচ করে দিয়েছে বলে জানাচ্ছে ক্রিকইনফো। বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ সালে পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here