বাংলাদেশ সম্প্রীতির এক পবিত্র পূণ্যভূমি কেশবপুরে বিজয়া পূণর্মিলনীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
420

উৎপল দে,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, বাংলাদেশের পবিত্র মাটি সম্প্রীতির এক পূণ্যভূমি। এখানে সাম্প্রদায়িকতা সৃষ্টির বিষ বাষ্প নিয়ে অনেকেই নানারকম খেলা করেছেন, কিন্তু কেউ তাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারেনি। বাঙ্গালীর জীবনে সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব, ঈদুল আজহা ও শারদীয় দূর্গাপুজা। যে দুটি উৎসবে উভয় ধর্মের মানুষ একাকার হয়ে উৎসব পালন করে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সোমবার কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেশবপুর শাখার সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পংকজ দেবনাথ এমপি, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, যশোর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি নন্দদুলাল বসু প্রমুখ। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। #
ছবি ঃ ই-মেইলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here