বাউন্ডারি ঠেকাতে না পেরে বালককে কোহলির ‘লাথি’ (ভিডিও)

0
559

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার উপর ৬০০ রানের পাহাড় চাপিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও বেশ বেকায়দায় শ্রীলঙ্কা। ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে এক সময় লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সেই সময় ঘটে কোহলির লঙ্কাকাণ্ড।

উমেশ যাদব তৃতীয় সেশনে যখন বল করছিলেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৬৩/১। ব্যাট করছিলেন গুনতিলকে ও থারঙ্গা। সেই ওভারেই উমেশের একটা হাফভলিতে সপাটে ড্রাইভ করেন থারঙ্গা।

কোহলি বল তাড়া করেও ধরতে পারেননি। ভারত অধিনায়ককে ফাঁকি দিয়েই বল স্পর্শ করে ফেলে বাউন্ডারি। সেই সময় ধেয়ে আসা বল ধরতে বাউন্ডারি লাইনের বাইরে অপেক্ষা করছিল এক বল বয়। বল না ধরতে পারার হতাশায় কোহলি সেই বল বয়কেই লাথি মেরে ফেলেছিলেন।

যদিও বল বয়ের কাজ সীমানা দড়ির বাইরের বল খুঁজে দেয়া। কিন্তু বল বয় সেটা মানেন নি। বলটি যখন কোহলির নাগাল থেকে অনেক দূর চলে গেছে তখন সীমানার ভেতর এক পা দিয়েই বল ধলতে যান বালকটি। তাতেই খেতে হয় ‘লাথি’। ভারতীয় গণমাধ্যমের পাতায় খবরটি বেশ ফলাও করে ছাপানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here