বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহমুদের বিরুদ্ধে অভিযোগ

0
735

মোঃ আরিফুজ্জামান আরিফ, বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি : বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহমুদের বিরুদ্ধে ইয়াবা ও গাজা সহ আসামী ধরে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে বাগআঁচড়া পুলিশ দতন্ত কেন্দ্রের এএসআই মাহমুদ বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের শের আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহান আলী ও বাগআঁচড়া এলাকার আজগার আলীর ছেলে সুমনকে কোটা কালীবাড়ীর মাঠ থেকে ইয়াবা ও গাজা সহ আটক করে। পরে দেনদবার করে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এছাড়া গত ৪ ফেব্রুয়ারী ধূর্ত এএসআই মাহমুদ কলারোয়া উপজেলার বিক্রামপুর গ্রামের হাজী আয়ুব আলীর ছেলে আসাদুল ও রবিউল ইসলামের ছেলে স্বপনকে বাগআঁচড়া থেকে বাড়ি ফেরার পথে কোটাকালীবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে না নিয়ে এসে কয়েক ঘন্টা হয়রানী দেওয়ার পর মোটা অংকের টাকা নিয়ে তাদের কে ছেড়ে দেয়। এব্যাপারে এএসআই মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি মোবাইলে কথা বলিনা বলে লাইনকেটে দেয়। বিষয়টি নিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন ঘটনাটি আমি জানিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here