বাঘারপাড়ায় বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত

0
511

নিজস্ব প্রতিবেদক, (বাঘারপাড়া) যশোর: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাঘারপাড়ায় পালিত হয়েছে। বাঘারপাড়াতে নানা আয়োজনের মধ্যদিয়ে শোক র‌্যালী ও অলোচনা সভা করা হয়েছে।

সকাল ৯.৩০মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী আলোচনা উপলক্ষ্যে দুপুর ২টার সময় বাঘারপাড়া পাইলট হাইস্কুল মাঠে হাজার হাজার জনগনের সমাগম হতে থাকে। বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য রনজিত রায়।এ মসময় তিনি বলেন, “এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে।

সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।”এ সময় বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীরা দলেদলে আসতে শুরু করে। কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে সভাটি। মুহূর্তের মধ্যে শোক সভা যেন জনসমুদ্রে রুপ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুবক্কার শিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অরুন অধিকারী,সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,উপজেলা দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, স্চ্ছোসেবকলীগের সভাপতি গোলাম ছরোয়ার,উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়,যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই,কামরুজ্জামান লিটন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সুভাষ দেবনাথ, সাধারন সম্পাদক রবিউল সরদার ,দরাজহাট চেয়্যারম্যান আয়ুব হোসেন বাবলু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু ।

অপরদিকে আওয়ামীলীগের আরেকাংশ বাঘারপাড়া মহিলা কলেজ সংলগ্ন,এলাকায় উপজেলা আওয়ামীলিগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ সোলায়মান বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান ম্ঞ্জুর রশীদ স্বপন,বাবলু সাহা, মাষ্টার এমদাদ হোসেন,যুবনেতা আমজাদ হোসেন সঞ্জীব,এনায়েত হোসেন লিটন,্রৃ উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়োজিদ হোসেন, বি.এম শাহাজালাল প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here