বাঘারপাড়ায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
462

নিজস্ব প্রতিবেদক : মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। বুধবার বাঘারপাড়ায় পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে এ আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার অনিসুর রহমান বলেন, ‘পুলিশ পুরোপুরি পেশাদার বাহিনীর দায়িত্ব পালন করছে। মাদকের সাথে যারা জড়িত রয়েছে ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করা হয়েছে। তাই যারা এখনো মাদক বা জঙ্গিবাদের সাথে জড়িত রয়েছেন, তারা স্থানীয় প্রেসক্লাব ও জনপ্রতিনিধিদের মাধ্যমে আত্মসমর্পণ করুন।’
এদিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা ১১টায় স্থানীয় চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম, পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, স্থানীয় ব্যবসায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদীন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে অতি রিক্ত পুলিশ সুপার সহিদ আবু সরোয়ার, সহকরী পুলিশ সুপার তানভীর আহমেদ ও জামাল আল নাসের। অনুষ্ঠান সঞ্চালন করেন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেহমান রেমাম বাবু।
মাদক ও জঙ্গিবাদবিরোধী এ সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশ শেষে একটি র‌্যালি বাঘারপাড়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here