বাঘারপাড়া পৌরসভার ২০১৭-২০১৮ ইং অর্থ বছরের বাজেট ঘোষনা

0
402

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া (যশোর): উৎসবমুখর পরিবেশে বাঘারপাড়া পৌরসভার ২০১৭-২০১৮ ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেন,
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে বিজিত করতে হবে।’ তিনি বলেন, শুধু বাজেট ঘোষনা করলেই হবেনা। বাজেট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। এদিন বিকাল সাড়ে ৬ টায় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম,প্যানেল মেয়র শরিফুল ইসলাম,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই,পৌর কাউন্সিলর শাহীন আলম,শহিদুল ইসলাম,ফয়সাল আহমেদ,মোস্তাক আহমেদ,ওলিয়ার রহমান,খবির-উর-রহমান,মহিলা কাউন্সিলর তাসলিমা খাতুন,হাওয়া খাতুন,নাসরিন বেগম,উপজেলা বাস্তহারালীগের সাধারন সম্পাদক রাসেল আহমেদআলোচনা সভার পূর্বে বাঘারপাড়া পৌরসভার ২০১৭-২০১৮ ইং অর্থ বছরের ১১ কোটি ৭০ লক্ষ ৯১ হাজার ৩৮৭ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১ কোটি ৯ লক্ষ ৫৫ হাজার ৩২০ এবং ১ কোটি ৮ লক্ষ ৪৬ হাজার ৫৫৭ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে সমান অংক ১০ কোটি ৯ লক্ষ ৫০ হাজার ৫৭৩ টাকা। মূলধন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১৫ লক্ষ ৯৬ হাজার ৬৫০ এবং ১৫ লক্ষ ৬৩ হাজার ৫২২ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here