বাঙ্গালীত্বের জয়গান গেয়ে নতুন বছরকে বরণ করলো বাঘারপাড়াবাসী

0
461

অনুপম দে,বাঘারপাড়া (যশোর) : মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন আর রাজনীতির মতভেদ ভুলে বাঙ্গালীত্বের জয়গান গেয়ে নতুন বছরকে বরণ করে নিলো বাঘারপাড়াবাসী। এদিন এ উপজেলার সর্বত্র ছিল সাজ সাজ রব। নতুন বছরকে স্বাগত জনাতে স্থানীয় প্রশাসন আর রাজনৈতিক সংগঠন গুলোর ব্যানারে পান্থা উৎসব,বর্ণাঢ্য র‌্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মকান্ডে উৎসবমুখর হয়ে ওঠে উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলের পথ-ঘাট। এদিন সকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। বাঙ্গালীর ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয় র‌্যালিতে। সংসদ সদস্য রনজিৎ রায়ের নেতৃত্বে বের হওয়া র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,উপজেলা সহকরী কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন,ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলুসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। র‌্যালী শেষে পন্থা উৎসবে মিলিত হন উল্লেখিতরা। এদিকে নতুন বছরকে স্বাগত জানানোর ব্যতিক্রম আয়োজন ছিল নারিকেলবাড়িয়া ইউনিয়নবাসীর। স্থানীয় সংসদ সদস্য রনজিৎ রায়ের পক্ষে এদিন ইউনিয়নের সবকটি ওয়ার্ডের ১৬ গ্রামে ১০ মন মিষ্টি বিতরন করা হয়। মিষ্ঠি বিতরনের পূর্বে সহ¯্রাধিক নেতাকর্মী-সমর্থকদের সমন্বয়ে বাদ্যের তালে তালে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। এতে নেতৃত্ব দেন ইউপি চেয়াম্যান আবু তাহের আবুল সরদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা তুলসী দে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত আওয়ামীলীগ নেতা সিরাজ মিনা,ফারুক হোসেন বিশ্বাস,ছদর উদ্দিন,আকবর হোসেন,হারুন-অর-রশিদ,সুব্রত কুমার,ইউপি সদস্য তরিকুল ইসলাম,যুবলীগ নেতা গিয়াস ইদ্দিন হিরা প্রমূখ। অপর দিকে এদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা যুবলীগের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংসদ সদস্য রনজিৎ রায়ের পক্ষে স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয়। এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংঠনটির উপজেলা আহবায়ক রাজিব রায়,যুগ্ন অঅহবায়ক জুলফিকার আলী জুলাই ও কামরুজ্জামান লিটন। এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু ও সাবেক ছাত্রনেতা,উপজেলা সেচ্ছাসেবকলীগৈর সভাপতি গোলাম ছরোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here