বাজারে এলো নকিয়া ৩৩১০ এর লাক্সারি ফোন

0
359

প্রযুক্তি ডেস্ক: এটি পুতিন-ট্রাম্প সামিট এডিশন। এই ফোনটি নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সরকার প্রধানের অনুমতি নেয়া হয়েছে।

জে২০ ইন্টারন্যাশনাল ফোরামের এই দুই দেশের সরকার প্রধান সাক্ষাৎ করেছিলেন। এরই ধারাবাহিকতায় ফোনটি বাজারে এলো। এর দাম ২৪৬৮ ডলার।

লাক্সারি এডিশনের এই ফোনটি রাশিয়ার কেভিয়ার নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। তবে ফোনটি ফিচার একই। শুধু এর কভারে পরিবর্তন আনা হয়েছে।

ফোনটিতে লাক্সারি লেদার কেসিং ব্যবহার করা হয়েছে। এতে ব্ল্যাকভেলবেটের স্টাইপ ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে গোল্ড প্লেটে ট্রাম্প ও পুতিনের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে।

এই ফোনটির কেসে টেম্পারড টাইটেনিয়াম ভিটি ২৩ গ্রেড কোটিং ব্যবহার করা হয়েছে। এই ফোনটি বেশ শক্তপোক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here