আইন ও অপরাধআলোচিতখুলনার খবরজাতীয় বাধ্যতামূলক অবসরে আরেক পুলিশ কর্মকর্তা By magpie news - November 16, 2022 0 47 Share on Facebook Tweet on Twitter tweet অনলাইন ডেস্ক : খুলনা তৃতীয় এপিবিএন’র অধিনায়ক এসপি আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে।