“বাবরি মসজিদের মতো অবস্থা হতে পারে তাজমহলের”

0
388

ম্যাগপাই নিউজ ডেক্স : বাবরি মসজিদের যা অবস্থা হয়েছিল, সেই একই অবস্থা হতে পারে তাজমহলেরও৷ আশঙ্কা সমাজবাদী পার্টির নেতা আজম খানের৷ বুধবার বিজেপি বিধায়ক বিনয় কাটিয়া বলেন, তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল৷ সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা বলেন সমাজবাদী পার্টির নেতা৷

আজম খান বলেছেন, “যদি বাবরি মসজিদ ধ্বংস হতে পারে তাহলে যে কোনও বহুতল ভেঙে পড়তে পারে৷ এই পরিস্তিতিতে তাজমহলও যে কোনওদিন ধ্বংস হয়ে যেতে পারে৷ যদি রাম মন্দিরের নামে বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, তাহলে এরা যা খুশি করতে পারে৷” এরপর তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কারণ মানুষের মনে হয়েছিল সেখানে হিন্দু মন্দির ছিল৷ সেই কারণেই দেশের কোনও জায়গায় প্রার্থনা করা সুরক্ষিত নয়৷

১৯৯২ সালের ঘটনার জের টেনে তিনি বলেন, সেই সময় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, দুইই ছিল৷ কিন্তু তাও মসজিদ ধ্বংস হল৷ “আমি বিশ্বাস করি তাজমহলেরও একই গতি হতে চলেছে৷ কিন্তু যেহেতু আন্তর্জাতিক অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে, তাই এখনো তাজমহল টিকে আছে৷” বলেছেন তিনি৷

দিন দুই আগে তাজমহল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিনয় কাটিয়ার বলেন, যে জায়গায় তাজ মহল দাঁড়িয়ে সেখানে শিব মন্দির ছিল৷ হিন্দুরা সেখানে পুজো দিত৷ ওই জায়গায় হিন্দু দেব-দেবীদের অনেক চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল৷ মুগলরাই সেই মন্দির গুড়িয়ে সেখানে তাজমহল তৈরি করে৷ তবে এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “কে এটি তৈরি করেছে, সেটা বড় বিষয় নয়৷ ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম ঝরিয়ে তৈরি হয়েছে তাজমহল৷ কে এটা তৈরি করেছে আর কেন করেছে, তার গভীরে আমি যেতে চাই না৷”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here