বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের সাংবাদিক জি.এম.বাবুর বড় ভাই জি.এম.আবু শাহিন

0
572

উত্তম চক্রবর্ত্তী : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক জি.এম.বাবুর বড় ভাই অত্যান্ত সাদাসিদে মনের মানুষ জি.এম.আবু শাহিন দাদু ভাই। শনিবার সকাল ১১টায় রাজগঞ্জ কেন্দ্রেীয় ঈদগাহ ময়দানে নামাযে জানাযা শেষে হানুয়ার কলেজপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ঈমামতি করেন রাজগঞ্জ মডেল ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, প্রভাষক ফরিদ উদ্দিন খাঁন ও রাজগঞ্জ মডেল মাদ্রাসা মসজিদের ইমাম কারী আব্দুল গণি।
যশোর-৫ মনিরামপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট খাঁন টিপু সুলতান, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তার, মনিরাপুরের পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও মশ্মিমনগর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এম.এ গফুর, এ্যাডভোকেট ফজলুল হক মধূ, এ্যাডভোকেট মুন্তাকিম মোস্তফা খাঁন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তাইজেল ইসলাম, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যপক আলহাজ্ব কফিল উদ্দিন আহম্মেদ, রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি চাকলাদার আবুল বাসার, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ আলা, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ব্যবসায়ী আব্দুল মান্নান, সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য গাজী মোতালেব হোসেন, আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মশিউল আলম, কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, মাস্টার মাসুদ কামাল তুষার, রাজু আহম্মেদ, পারভেজ হোসেন, ব্যবসায়ী মিলন হোসেন, কামরুল ইসলাম, আছাদুল হক আসাদ, মাহবুর রহমান, ডি.এম বাবর আলী, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার খোরশেদ আলম, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস.এম. কওসার আহম্মেদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন খাঁন, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারন সম্পাদক ইউপি সদস্য মোস্তফা কামাল নান্নু, মারুফ আল রাজি, ইউপি সদস্য ফজলুর রহমান আব্দুল ওয়াদুদ, মাস্টার সাইদুজ্জামান লিটন, রাজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী আমিনুর রহমান,হাফিজুর রহমান, মশিয়ার রহমান, মিজানুর রহমান, ফজর আলী, আব্দুর রউফ, জনি চাকলাদার, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম গোজুসহ মনিরামপুর ও রাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের আলেম-উলামা, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিসহ শতশত মানুষ মরহুমের নামাযে জানাজায় অংশ গ্রহন করেন। উল্লেখ্য গত ১০মার্চ বেলা আড়াইটার সময় হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন জি.এম. আবু শাহিন দাদুভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪০) বছর। তিনি ছোট এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ১১টায় রাজগঞ্জ কেন্দ্রেীয় ঈদগাহ ময়দানের তার নামাজে জানাযা শেষে হানুয়ার কলেজপাড়াস্থ পারিবারিক কবরস্থানে বাবা মরহুম এরফান আলী গাজীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here