বিদেশে সাংবাদিকদের ওপর নজরদারির সিদ্ধান্ত প্রত্যাহার

0
385

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশবিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে সফররত সাংবাদিকদের ওপর নজর রাখতে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনও সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের পরামর্শ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।

সাংবাদিক নেতারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এরপরই সরকার নজরদারির সিদ্ধান্ত প্রত্যাহার করে চিঠি পাঠালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here