বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রোটারী সেন্ট্রাল ক্লাবের সেমাই-চিনি বিতরণ

0
368

প্রেস বিজ্ঞপ্তি

রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালে উদ্যোগে ঈদ উপলক্ষে বৃহস্পতিবার স্কুলের গরীব শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শহরতলীর বকচর হুশতলাস্থ রোটারী বসিরননেসা চৌধুরী স্কুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট চৌধুরী আশরাফুল ইসলাম মিলন। স্কুল কমিটির চেয়ারম্যান জাহিদ আহমেদ লিটনের সঞ্চালনায় আলোচনা করেন ক্লাবের চ্যাটার্ড প্রেসিডেন্ট চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাবলু, পিপি আব্দুল আলীম, ভিপি কাজী শাহেদুচ্ছালাম, রোটাঃ সোলায়মান মহি সবুজ, এসএম আলমগীর কাউয়ূম, রইস উদ্দীন খান সমু, রোঃ এমরান হোসেন, শামীম প্রমুখ।

প্রধান অতিথি সাইফুজ্জমান পিকুল বলেন, আজকের ডিজিটাল যুগের শিক্ষার্থীদের শুধুমাত্র হাতে-কলমে শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। তাদেরকে কারিগরী শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। এ জন্য দেশে কারিগরী শিক্ষার বিস্তৃতি ঘটাতে হবে। তবেই দেশে কোন শিক্ষিত যুবক বেকার থাকবে না।

আলেচনা সভা শেষে প্রধান অতিথি রোটারী বসিরননেসা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আশেপাশের গরীবদের মাঝে সেমাই-চিনি বিরতণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here