বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে যশোর মানববন্ধন

0
360

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ইকবাল কবির জাহিদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সাথে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সদস্য ইসরাউল হক, হাফিজুর রহমান দুলু, ইউনুস তালুকদার, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টির শহর কমিটির নেতা খবির শিকদার, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক শ্যামল শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here