বিহারে ভয়াবহ বন্যায় নিহত ৫৫, ঘরছাড়া ২০ লাখ

0
385

ম্যাগপাই নিউজ ডেস্ক : ভারতের বিহারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অনন্ত ৫৫ জন নিহত হয়েছেন। এ রাজ্যের প্রায় ২০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ রাজ্যের ১২টিরও বেশি জেলা পানিতে তলিয়ে গেছে। বহু পরিবারের ঘর-বাড়ি ভেসে গেছে। নিরাপদ বাসস্থানের জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বহু পরিবার। শুধুমাত্র বৃষ্টিতেই মৃত্যু হয়েছে ২৫ জনের।

এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আরারিয়া, সুপাউল, দ্বারভাঙা, শেওহার, সীতামারি, পূর্ব চম্পারন, মধুবনি ও মুজফ্ফরপুরের। সীতামারিতে ১০ জন ও কিষাণগঞ্জে ৪ জন মারা গেছে। নদীগুলির পানি প্রতিমুহূর্তে বাড়ছে। এছাড়া কিছু এলাকা এতটাই প্রত্যন্ত যে, ত্রাণ সামগ্রী পাঠাতে বেগ পেতে হচ্ছে।

বিহারের স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, এ রাজ্যের বাগমাটি, কমলা ও মহানন্দা নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here