বৃষ্টিতে খেলা বন্ধ: বাংলাদেশ ১৫৭/৪

0
402

ক্রীড়া ডেস্ক :  বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠছে তখন আকাশ ভেঙে নামল বেরসিক বৃষ্টি। বৃষ্টি বাধায় খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃষ্টি হওয়ার আগে বাংলাদেশের রান ৩১.১ ওভারে ১৫৭/৪।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে নেওয়ার মূল কাজটি করে যান তামিম ইকবাল। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ছয় নম্বরে ব্যাট করতে আসা মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে ইতোমধ্যে বাংলাদেশকে ৮৭ রান উপহার দিয়েছেন। নিজের অর্ধশতক পূর্ণ করেছেন তামিম।

এর আগে দলীয় ৮ রানের মাথায় কোনোকিছু বুঝে উঠার আগেই বিদায় নেন সৌম্য সরকার। তার কিছুক্ষণ পরেই শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির রহমান। তৃতীয় উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে জুটি গড়েন তামিম। অবশ্য জুটিটা বেশি দূর নিয়ে যেতে পারেননি তারা। ৩৮ রান যোগ করার পর মুশফিককে ফিরিয়ে জুটি ভাঙেন ব্যারি ম্যাকার্থি। হতাশ করেন আজকের ম্যাচের দলনেতা সাকিব আল হাসানও। ১৬ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন সাকিব। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন রুবেল।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড দল:

পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (সি), নিল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), এন্ড্রু বালবিনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মার্টাঘ, পিটার চেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here