বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার

0
524

আশানুর রহমান আশা-বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ১ হাজার ২৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (১৩ মার্চ) পুটখালী সীমান্তের বাংলা লিংক টাওয়ারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদক চোরাচালানীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান পুটখালী সীমান্তের বাংলা লিংক টাওয়ারের পাশে মজুদ করছে। এমন একটি খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২৫ টি কার্টুন উদ্ধার করে তার মধ্য থেকে ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণ ১ হাজার ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করে একটি মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here