“বেনাপোলে অস্ত্র-গুলি-হাত বোমাসহ ৩ শিবির কর্মী আটক”

0
405

আরিফুজ্জামান আরিফ: যশোর বেনাপোল  থেকে অস্ত্র-গুলি ও হাতবোমা সহ তিন শিবির কর্মীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

সোমবার (০৫ জুন) বিকেল ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের পাশে বেনাপোল কাগজপুকুর বাবুল আক্তারের আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক শিবির কর্মীরা হলো, বেনাপোলের অগ্রভুলোট গ্রামের মহিউদ্দিনের ছেলে আবুল কাশেম (২৮), যশোর ঝিকরগাছার নবগ্রামের কুদ্দুসের ছেলে রুহুল আমিন (৩০) ও আনসারের ছেলে তরিকুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,নাশকতামূলক কর্মকান্ডের উদ্দ্যেশে আমবাগানে শিবির নেতাকর্মীরা পরিকল্পনা করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এসময় তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, ১৫টি হাতবোমা ও ৪৫টি ইসলামী ছাত্র শিবির সংগঠনের চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।

পোর্ট থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে  বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র এ বিস্ফোরক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here