বেনাপোলে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষ

0
430

নিজস্ব প্রতিবেক, বেনাপোল (যশোর): বেনাপোল যশোর মহাসড়কের বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে বেনাপোল মুখি কোয়াকাটা এক্সপ্রেস নামে একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি উল্টিয়ে জামাল ও ভোলা নামে দুইজন গাড়ির হেলপার ও ফোরম্যান মারাতœক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বুধবার বেলা ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উভয়ের বাড়ি পটুয়াখালির কলাপাড়া থানা এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে বেনাপোল মুখি ঢাকা মেট্রো -ব-১৫-১৭৩৩ নং গাড়িটি কাগজপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ট- ২০-১৩৬৪ নং কাভার্ড ভ্যানটিকে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে পিছনের দিক থেকে ধাক্কা দিলে গাড়ি দুটি ঘটনাস্থলে উল্টিয়ে পাশের সোয়ামিলের কাঠের উপর পড়ে যায়। তবে পরিবহন গাড়িতে ড্রাইভার, হেলপার ফোরম্যান ও সুপারভাইজার ছাড়া কোন যাত্রী ছিল না। যাত্রী থাকলে অনেক লোকের প্রান যেত বলে এলাকার লোক মন্তব্য করেন।
বেনাপোল ফায়ারসার্ভিস এর মিজানুর রহমান জানান, হেলপার জামালের অবস্থা আশঙ্কাজনক। তাকে নাভারন বুরুজবাগান হাসপাতলে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here