বেনাপোলে বিলের জমিতে সন্ত্রাসী কর্তৃক জোরপূর্বক মৎস্যচাষ

0
476

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার রেকর্ডকৃত ২০ একর ধানীযোগ্য গজালি বিলটি সন্ত্রাসী কর্তৃক মৎস্য চাষ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়,ঝিকরগাছার উত্তর দেউলি গ্রামের গজালী বিলটি ২০ একর ধানী ও আবাদযোগ্য ভ’মি। দীর্ঘদিন ধরে ্ ্ওই গ্রামের রাজ্জাক মেম্বর ম্ওালাবক্স,নিজামমুন্সি,মোকাম সরদার,সহিদ মিয়া,আকবর সহ ৫০ জন কৃষক তাদের পৈত্রিক ভুমি গজালী বিলে ধান চাষ সহ বিভিন্ন ফসলাদির চাষ শুরু করে আসছে। গরীব খেটে খ্ওায়া অনেক কৃষক রয়েছে এ বিলের অংশিদার। কিন্ত এবার এ বিলে আর কোন দিন ধান চাষ বা অন্যান্য ফসলের চাষ করা যাবে না বলে শাষিয়েছে ্ঔ গ্রামের উজ্জল,পিন্টু,মান্দার সহ কতিপয় সন্ত্রাসী। বলেছে,এটি বিলের জমি এখানে মাছের চাষ করা হবে। আমরা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এসেছি। সে জন্য মাছ চাষ শুরু করেছি। র্আও বলা হয়েছে এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে পরিনাম ভাল হবে না। এ কারনে নিরহ কৃষকরা প্রায় নিশ্চুপ। মৌখিকভাবে ঝিকরগাছা নির্বাহী কর্মকর্তার নিকট জানালে বিষয়টি দেখবেন বলে তিনি কৃষকদের আশ্বস্থ করেন। কিন্ত ১৫ দিন পার হল্ওে নিরহ গরীব দূ:খী কৃষকরা এখন্ও পর্যন্ত কোন বিচার পাননি বলে জানিয়েছেন। এ ব্যাপারে ঝিকরগাছা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি কঠিনভাবে দেখা হবে । কারো ব্যক্তিগত জমিতে জোরপূর্বক হস্তক্ষেপ করতে দেয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here