“বেনাপোলে ভারতে পাচারের সময় ১০ বাংলাদেশি আটক”

0
359
সংগৃহীত ছবি।

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: ভালো কাজের প্রলোভনে বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ জুলাই)বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এ সময় কোনো পাচারকারীকে আটক হয়নি।

আটকৃতরা হলো- পিরোজপুরের অমুল্য কুমার মন্ডোল (৩০), নড়াইলের লতা রায়(৩৫), পুতুল সরকার(৩৫), শিশু পুজা (০৭) ও তিথা সরকার(০৩), যশোরের নিহা (২০), শরিফুল ইসলাম (২০), নরসিংদীর জুয়েল রানা (২০), আজমান (২৫) ও জোৎনা আক্তার (২৬)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প বিজিবির নায়েক আব্দুর রশিদ জানান, তাদের কাছে খবর আসে বেশ কিছু নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা সীমান্তে অবস্থান করছে। পরে বিজিবি অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করে।
এ সময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের দুপুরে থেকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here