বেনাপোলে সামান্য বৃষ্টিতে হাটু জল, চলাচলে সিমাহীন দূর্ভোগ

0
612

রাশেদুজামান (রাসেল) বেনাপোল থেকেঃযশোরের বেনাপোল দেশ সেরা পৌরসভার ০১ নং ওয়ার্ড সাদীপুর গ্রামের নব তৈরি পাকা রাস্তায় সামান্য পানিতে হাটু জল। এমন অবস্থায় বাড়ি থেকে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা কাজের মানুষ গুলো বাড়ি থেকে নিজেকে সাজিয়ে রাস্তায় বের হলে পড়তে হয় নীরব যন্ত্রনায়। ক্ষোপ ও অভিযোগ গ্রামবাসীর।

দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও এই বন্দর বাসীর নেই তেমন কোন সুবিধা। এলাকা বাসির অভিযোগ আমাদের এই বেনাপোল বন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও আমাদের দিকে তাকানোর বা আমাদের এই বেনাপোল বাসীর সুবিধার্ত্বে সেবা মূলক থেকে শুরু করে নেই কোন বিনোদনের ব্যবস্থা, নেই চিকিৎসর জন্য তেমন কোন ভালো চিকিৎসলয় বা উচ্চ ডিগ্রিধারী পাস করা ভাল মানের ডাক্তার, নেই যানযট নিরাসনের কোন ব্যবস্থা এছাড়াও নানা অভিযোগও তুলে ধরেন। অনেকে বলেন, সরকার বেনাপোল পোর্ট থেকে নানামুখি সুবিধা নিয়ে গেলেও অসুবিধার শেষ নেই আমাদের। আমাদেরকে বাড়ি থেকে রাস্তায় উঠতে গেলে মনে হয় নদী, সাগর বা মহাসাগর পাড়ি দিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। দীর্ঘ ভোগান্তীর পর কয়েক মাস আগে এ রাস্তা গুলো নতুন হলেও, কাজ হয়েছে অন্ধের ন্যায়। পিচ ঢালা এই রাস্তা কোথাও উচু আবার কোথাও আছে বেশ নিচু আর নিচু জায়গায় সামান্য পানিতে জমে যায় প্রায় হাটু সমান পানি। অফিসে, ব্যবসা প্রতিষ্ঠানে বা অন্যান্য কাজের মানুষ কাজে যাবার সময় বাড়ি থেকে জুতা মোজা পরে বের হলেও রাস্তার জমানো পানি পাড়ি দিতে সেগুলো খুলে পুনারায় আরাব পরতে হয়। সাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় যাবার রাস্তার পাশে বেশ বড় একটা পুকুর। সামান্য পানি রাস্তা থেকে পুকুরে গড়িয়ে পড়লে রাস্তা ভেঙা শুরু হয়। এই রাস্তা কয়েকবারও মেরামত করে গ্রামবাসী। এরপর সরকারী অর্থায়নে রাস্তার পাশ দিয়ে ঢালায় গাথনি উঠালেও পানিতে রাস্তার মাটি ধুয়ে যাচ্ছে। ওই রাস্তায় চলাচলার সময় কয়েক জনের কথা হলে তারা বলেন, রাস্তাটি এখন বেশ ভাল আছে, তবে এই মুহুর্ত্বে রাস্তা ও পুকুরের মধ্যবর্তী অংশে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মাটি ধুয়ে দ্রুত গর্ত হয়ে পিচের রাস্তাটি ভাঙনের সৃষ্টি হবে। কারন ওই অংশে নতুন মাটি দেওয়া যা সামান্য পানিতে অনেক মাটি নিমিশেই ধুয়ে যায়। এছাড়াও সর্বপরি বেনাপোল বাসীর বিনোদন ও ভাল হাসপাতাল না থাকায় সঠিক চিকিৎস সেবা না পাওয়ায় অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এমতাবস্থায় তারা এমপি মহাদ্বয় সাহেবের ও বেনাপোল পৌর মেয়রের দৃষ্টি কামনা ও যথাযথ ব্যবস্থা গ্রহন করেন এমনটিই কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here