বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে জার্মান দম্পতির রাত্রি যাপন, পাহারায় পুলিশ

0
556

আশানুর রহমান আশা : এটি এম কার্ডের সমস্যা দেখা দেওয়ায় না খেয়ে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের খোলা স্থানে সারা রাত জেগে থাকলেন জার্মান দম্পতি। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ রাতভর তাদের পাহারা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে (২২ মে) সোমবার রাতে। সরেজমিনে প্যাসেঞ্জার টার্মিনালে গিয়ে জানা যায়, জার্মান নাগরিক মাস্তিন (৩২) তার স্ত্রী রোকসানা (৩০) কে নিয়ে রাত সাড়ে সাতটার সময় বাস যোগে ঢাকা বেনাপোল আসেন। তাদের কাছে কোন টাকা পয়সা না থাকায় তারা অভুক্ত থেকে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের স্টিলের সোফায় ঘুমিয়ে পড়ে। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যরা বন্দর কর্তৃপক্ষকে জানালে তারা থানায় খবর দেয়। থানা পুলিশের একজন এ এস আইসহ দুইজন পুলিশ সদস্য রাতভর তাদের পাহারা দেয়।

মঙ্গলবার (২৩ মে) সকালে তারা বেনাপোল ইমিগ্রেশন অফিসে গেলে দেখা যায় তাদের ভিসার মেয়াদ ৫ দিন আগে শেষ হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওমর শরিফ জানান, বিদেশী নাগরিকদের সমস্যার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর তাদের অর্থনৈতিক বিবেচনায় কিছু টাকা দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here