বেনাপোল কাস্টমস হাউজ সপ্তাহে ৭ দিন খোলা রাখার নির্দেশ

0
333

আশানুর রহমান আশা, বেনাপোল: পবিত্র রমজান মাসে আমদানি-রফতানী স্বাভাবিক রাখতে বেনাপোল কাস্টমস হাউজকে সপ্তাহে সাতদিন খোলা রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।রোববার (১১জুন) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত এক চিঠিতে বেনাপোল কাস্টমস হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে সাত দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজ চালু থাকবে। কাস্টমস সূত্রে জানা যায়, দেশের ১৮ টি বন্দরের স্থলপথে যেসব পণ্য আমদানি-রফতানি হয়, তার ৬০ শতাংশ আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। এছাড়া রাজস্ব আয়ের দিক দিয়ে বেনাপোল স্থলবন্দর প্রধান ভূমিকায় রয়েছে। সপ্তাহে সাত দিন কাস্টমস হাউজ খোলা থাকলে রোজার মধ্যে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য সরবরাহ অনেকটা স্বাভাবিক থাকবে। এছাড়া পণ্যের বাজার মুল্যও বাড়ার সম্ভবনা কম থাকবে।বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, সপ্তাহে সাত দিন কাস্টমস সচল রাখার পাশাপাশি স্থানীয় বাণিজ্যিক ব্যাংক খোলা থাকলে ব্যবসায়ীরা ভালো সুফল পাবে। তা না হলে খুব একটা লাভ হবে না। কারণ কাস্টমসে আমদানি পণ্যের রাজস্বের টাকা এসব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আনা-নেওয়া হয়ে থাকে।তবে অনেকে বলছেন,পবিত্র রোমজানের দিনে বেশী কাজ করা অনেক কষ্ট হয়ে পড়বে।

স্থলবন্দর বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন রাজস্ব বোর্ড থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here