বেনাপোল কাস্টমস হাউসে কালো ব্যাচ ধারণ,প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

0
465

আশানুর রহমান আশা,বেনাপোল প্রতিনিধি: কুমিল্লার লাকসাম কাস্টমস এর ৯ কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম অফিসারস এসোসিয়েশনের কর্মকর্তারা বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউস প্রঙ্গনে বিক্ষোভ মিছিল ,মানব বন্ধন,কালো ব্যাচ ধারণ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় বেনাপোল কাষ্টম কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে স্বারক লিপি প্রদান করেছেন খুলনা কাষ্টম একজিকিউটিব এসোসিয়েশন (খুকাএভ) এর কর্মকর্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস অফিসারস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী। এ সময় তিনিি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটরের সভাপতি মো: শহীদুল্লাহ ও রাজস্ব কর্মকর্তা আব্দুল আল মামুন।

উল্লেখ্য গত ১২ জুন কুমিল¬া কমিশনারেট এর ৯ জন রাজস্ব কর্মকর্তা লাকসামের রাসেল ষ্টোর নামে একটি দোকানের গুদামে অভিযান চালায়। এ সময় দোকানের মালিক রাসেল আশপাশের লোকজন ডেকে তাদেরকে ভুয়া কাষ্টমস বলে মারপিট করে এবং মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের পরিচয় পেয়ে ছেড়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here