“বেনাপোল চেকপোষ্টে ভারত থেকে ফেরার পথে বিপুল পরিমানে ডলারসহ বাংলাদেশি ৪ পাসপোর্ট যাত্রী আটক”

0
445

আরিফুজ্জামান আরিফ বাগআঁচড়া : বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক কাস্টমস তল্লাশী কেন্দ্রে ভারত থেকে ফেরার সময় ২১ হাজার ৩শ ইউএস ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫শ ভারতীয় রুপিসহ বাংলাদেশি ৪ পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।

বুধবার(১৯  এপ্রিল) সকাল ৯ টায় বেনাপোল চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা এসব বৈদেশিক মুদ্রাসহ তাদের আটক করে।
আটকৃতরা হলেন, শরীয়তপুর জেলার সদর এলাকার নরীয়া গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে উজ্বল,একই গ্রামের হাবিবুরের ছেলে বরকত আলী,মানিকগঞ্জের পশ্চিম বাদুরিয়িগ্রামের
মোতালেবের ছেলে জামাল খাঁন ও মানিকগঞ্জের তিল্লি শাকুরিয়ি গ্রামের আব্দুল কাদের খানের ছেলে  কবির খাঁন।
সহকারী পরিচালক আব্দুল ছালেক জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভারত থেকে বাংলাদেশি ৪ পাসপোর্ট যাত্রী বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা নিয়ে এপারে ঢুকবে। পরে তারা অভিযান চালিয়ে চেকপোষ্ট তল্লাশী কেন্দ্র হতে সন্দেহ ভাজন ৪ পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশী করে। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩শ ইউএস ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫শ ভারতীয় রুপি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here