বেনাপোল ছোট আঁচড়ার বাইপাস সড়কটি জনচলাচলে সম্পৃুর্ন অযোগ্য হয়ে পড়েছে

0
348

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল ছোট আঁচড়ার বাইপাস সড়কটি এখন খানা-খন্দে পরিনত হয়েছে। ৮কি:মি:এর বাইপাস সড়কটি জনচলাচলে সম্পুর্ন অযোগ্য হয়ে পড়েছে।

বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এই রাস্তাটিতে ভারী এবং পন্য বাহী যান চলাচলের কারনে রাস্তা ভেঙ্গে গর্তে সৃষ্টি হয়েছে।

বলা বাহুল্য বেনাপোল শহরের সহিত ছোটআঁচড়া এর পার্শ্ববতী গ্রামের মানুষের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম

এই সড়কটি। স্কুল,কলেজ অফিস আদালত সহ ব্যাবসায়িক কেন্দ্র বিন্দু বেনাপোল শহর ও এলাকার মানুষ গুলোর জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিশেষ করে অসুস্থ রোগীদেরকে ক্লিনিক কিংবা হাসপাতাল এ আনায়ন করা ভয়ংকর ঝুকির মধ্যে পড়তে হয়।

ছোট বড় যান চলাচলে প্রতিদিনয়তই যানজট লেগেই আছে।সময় মত মানুষ তার গন্তব্য স্থলে পৌছাতে পারছে না।

তথ্য অনুসন্ধানে করে দেখা গেছে,বেনাপোল পৌর কর্তৃপক্ষ বার বার রাস্তাটির সংস্কার কাজ করলে ও রাস্তাটির দুর্দশা কোন কিছুতেই ঠিক হচ্ছে না।

এলাকা বাসীর ধারনা রাস্তাটি নির্মানে ও কোন গাফলতি আছে,কিনা সেটি তদন্ত করা একান্ত প্রয়োজন।

এলাকা সচেতনমহল খুব দ্রুত রাস্তাটির ভালভাবে পুনঃ নির্মান করে জনচলাচলের উপযোগী করে তুলতে বেনাপোল পৌর পিতা মেয়র আশরাফুল আলম লিটন এর হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here