বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ সদস্যের সাইকেল র‌্যালি ভারত গেলেন

0
577

আশানুর রহমান আশা-বেনাপোল প্রতিনিধি : ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি সাইকেল র‌্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন।

শুক্রবার (৩১ মার্চ) বেনাপোল স্থলবন্দর দিয়ে যৌথদলটি ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্ণেল এসকে ত্রিপাঠি প্রতিনিধি দল ২ টিকে স্বাগত জানিয়ে গ্রহন করেন।

গত ২২ মার্চ ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালিটি জয়েন্ট সাইকেলিং এক্সপেডিশন বাংলাদেশ-ভারত-২০১৭ আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সেনাবাহিনীর মেজর জিএম সাজ্জাতের নেতৃত্বে ৭ জন অফিসার সহ ১৯ জন সদস্য রয়েছেন। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মেজর কমল জিৎ সিংহের নেতৃত্বে ৭ জন অফিসার সহ ১৭ সৈনিক রয়েছেন । আগামি মাসের ৫ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল র‌্যালিটি ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে আসবেন। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক ও সোহার্দ্য পূর্ণ মনোভাব আরো ও জোরদার করতে এই র‌্যালিটির আয়োজন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান দু’দেশের সেনাবাহিনীর যৌথ সাইকেল র‌্যালির বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here