বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনীসহ ২ জন আটক

0
30

আশানুর রহমান আশা, বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানা পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার বড়আচড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন, পোর্ট থানার ছোটআচড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবিউল ইসলাম (২৮) ও মৃত আব্দুর রবের ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে বিপুল পরিমান প্রসাধনী সামগ্রী আসছে এসংবাদে সংগীয় পুলিশ সদস্য নিয়ে থানার বড়আচড়ার মাহমুদ হাসান নাবিলের কম্পিউটার দোকানের সামনে অবস্থান নিই এবং কিছুক্ষনের মধ্যেই তাদের আনা ভারতীয় প্রসাধনী সহ দুজন চোরাকারবারী কে আটক করা হয়।
আটককৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫২ হাজার ৭ শ টাকা। ওই দুই চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।