বেনাপোল প্যাসেন্জার টার্মিনালে অবৈধ অর্থ নেয়ার অভিযোগ।।

0
409

আশানুর রহমান আশা, (বেনাপোল): বেনাপোল আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনাল দিয়ে ভারতে প্রবেশে পাসপোর্ট যাত্রিরা হয়রানির শীকার হচ্ছে বলে যাত্রিরা অভিযোগ করেছেন।গত ২ জুনে নৌপরিবহন মন্ত্রি শাজাহান খান এমপি যাত্রি চলাচলে প্যাসেন্জার টর্মিনাল উদ্ভোধন করেন। কিন্ত পরের দিন কিংবা আজ ৪জুনে যাত্রিরা সীমাহিন দূর্ভোগে পড়েছেন। টার্মিনালে প্রবেশ করলে অতিরিক্ত ৪০ টাকা হারে যাত্রিদের নিকট হতে আদায় করা হচ্ছে।

(যদিও রশিদে লেখা আছে ৩৮টাকা ৭৬ পয়সা ) প্রত্যেকদিন ৪ হাজার থেকে ৫ হাজার যাত্রি বেনাপোল দিয়ে ভারতে যায়। বিশেষ দিনে এর থেক্ওে যাত্রির সংখ্যা বাড়ে। হিসাব মতে টার্মিনাল কর্তৃপক্ষ অবৈধ আয় করছে ৫/৬ হাজার টাকা যাত্রিদের নিকট থেকে।যাত্রিরা বলছে সরকার আমাদের ভারত যাবার জন্য পাসপোর্ট্ও ভিষা প্রদান করেছে কিন্ত সেবা না দিয়ে এ অতিরিক্ত অর্থ কেন টার্মিনাল আদায় করছে। আমরাতো ব্যাংকে  সরকারী ৫শ”টাকা কর দিয়ে ভারতে যাই তাহলে
আবার এ অতিরিক্ত কর কেন । এ কর দিতে গেলেও ঘন্টার পর ঘন্টা শিশু সন্তান নিয়ে লম্বা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে।এ যেন মরার পড়ে খাড়ার ঘা বলছে। অনেকে। যাত্রিরা বলছে প্যাসেন্জার টার্মিনাল আছে সব ঠিক আছে  কিন্ত এ অবৈধ অর্থ নেয়া বন্ধের আহবান জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here