বেনাপোল বন্দরে ভুতুড়ে কান্ড কাগজপত্র বিহীন ভারত থেকে কোটি টাকার পণ্য আসলো দেশে

0
380

বিশেষ প্রতিনিধি: দেশের রাজস্ব আদায়ের অন্যতম স্থল বন্দর বেনাপোল বন্দরে ভুতুড়ে কান্ড ঘটেছে। ভারত থেকে আনা এক ট্রাক ভারতীয় গার্মেন্টস ও ইমিটেশন জুয়েলারি সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মালামাল গুলো কাগজপত্র ছাড়াই ভারত থেকে বেনাপোল বন্দরে ঢোকানো হয় । কাস্টমসের কোনো ক্লিয়ারেন্স ছাড়াই বন্দর থেকে বের করা হচ্ছিল। আটককৃত এ সব মালামালের দাম প্রায় এক কোটি টাকা বলে কাস্টম কর্তৃপক্ষ ধারণা করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার শওকাত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সোমবার রাতে বেনাপোল বন্দরের ২৯ নম্বর শেড থেকে একটি কাভার্ডভ্যানে ভারতীয় থ্রি-পিস ও ইমিটেশন জুয়েলারি সামগ্রী বোঝাই করে বন্দর এলাকা ত্যাগ করছে। এই পণ্য আমদানির স্বপক্ষে কোনো কাগজপত্র নেই। এ সংবাদ পেয়ে কাস্টমসের স্পেশাল অ্যাসাইনমেন্ট গ্রুগের (স্যাগ) রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃৃত্বে বন্দর এলাকা থেকে ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় গাড়িতে থাকা মালামালের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে গাড়ি থেকে ভারতীয় থ্রি-পিস, ইমিটেশন জুয়েলারি ও কসমেটিকস উদ্ধার করা হয়। বর্তমানে পণ্য চালানটি কাস্টম হাউসের মধ্যে রয়েছে। মালামাল গগনা করে সিজার লিস্ট  প্রস্তুত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটক পণ্যের দাম কোটি টাকা হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলিফ এন্টারপ্রাইজ নামে একটি ট্রান্সপোর্ট এজেন্সি বন্দরের ২৯ নম্বর শেড থেকে মালামালগুলো ট্রাকে লোড করে। তবে মালামালের প্রকৃত মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ট্রাকের ড্রাইভার-হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here