বেনাপোল সহ শার্শার সর্বত্র মহান মে দিবস পালিত

0
549

আশানুর রহমান আশা : মহান মে দিবস বেনাপোল সহ শার্শা উপজেলা ব্যাপি যথযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। ভারত- বাংলাদেশ দূদেশের আমদানী রস্তানি বন্ধসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল । কাষ্টমস ও সি এন্ড এফ এজেন্টের কোন কার্যক্রম হয়নি। বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন বা স্থানীয় কোন যান চলাচল করেনি। কিন্তু বাংলাদেশ-ভারতের পাসপোর্ট যাত্রি চলাচলে স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক সহ সকল শ্রমিকরা পৃথক পৃথক ভাবে শোক র‌্যালি সারা বেনাপোল প্রদক্ষিন করে । শোক র‌্যালিতে নেতৃত্ব দেন ৯২৫ বন্দর শ্রমিক ইউনিয়নের সা:সম্পাদক পৌর কমিশনার মো:রাশেদআলী। র‌্যালী শেষে বেনাপোল বন্দরের ২ নং গেটের সামনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মগর আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা শ্রম বিষয়ক সম্পাদক কুরবান আলী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজিবার রহমান,পোর্টের সা: সম্পাদক মনির হোসেন। বক্তারা বলেন শ্রমিকদের ন্যায্য দাবী-দাবা এ সরকারের আমলে অনেকটা পূরন হয়েছে। বেনাপোলে মেহনতি শ্রমিকদের কিছু দাবী রয়েছে সেটা আমরা উপরি মহলের কাছে পেশ করেছি আশা করি অতি শীগ্রই তা পূরন হবে ।বেনাপোল বন্দরকে আরো গতিশীল করে তুলতে হবে যা বাংলাদেশে সরকারের রাজস্ব আয়ের প্রধান হয়ে দাড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here