বেনাপোল সীমা‌ন্তে ২০‌ পিস স্বর্ণেরবারসহ ২ ভারতীয়  আটক

0
470

আশানুর ররহমান আশা : বেনাপোল প্র‌তি‌নি‌ধি: ভারতে পাচারের সময়  বেনাপোল চেকপোস্ট থে‌কে ২০ পিস স্বর্ণেরবারসহ ২ ভারতীয়কে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

শুক্রবার  দুপুরে ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে পেটের মধ্য থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের দিল্লির উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, ‌গোপন খব‌রের ভি‌ত্তি‌তে ওই দুই ভারতীয়কে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার সময় তা‌দের  আটক করা হয়। তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের মলদ্বারের মধ্য থেকে দুই কেজি ওজনের ১০টি করে ২০টি স্বর্ণেরবার পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here