বেনাপোল স্থলবন্দরে ৪ দিন আমদানী-রপ্তানি বাণিজ্য বন্ধ

0
417

রাশেদুজ্জামান (রাসেল) বেনাপোল থেকেঃহিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত বেনাপোল-ভারতে পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে সকল প্রকার আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এসময় বেনাপোল বন্দরে পন্য খালাশ ও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বেনাপোল কাস্টমস ও বন্দর সুত্রে জানা গেছে।
ভারতের পেট্রাপোল বন্দরের ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ৪ঠা অক্টোবর থেকে ৮ই অক্টোবর ভারতে সরকারী ছুটি থাকায় বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানী- রপ্তানী বাণিজ্য বন্ধ থাকবে।

এসংক্রান্ত একটি চিঠি বেনাপোল কাস্টমস ও বন্দর কে দেওয়া হয়েছে। বেনাপোল কাষ্টমসের সহকারী কমিশনার আকরাম হোসেন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি- রপ্তানি বাণিজ্য ৪ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন,ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে ৪ঠা অক্টোবর থেকে ৮ই অক্টোবর ভারতে সরকারী ছুটি থাকায় বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানী- রপ্তানী বন্ধ থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, পেট্রাপোল-বেনাপোল বন্দরে টানা চারদিন আমদানী রপ্তানী বাণিজ্য বন্ধ থাকার ফলে দু বন্দর এলাকায় শতশত পন্য বোঝায় ট্রাক আটকা পড়বে। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।তবে এসময় বেনাপোল বন্দরের পন্য খালাশসহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here