বেনা‌পোলে কৃতজ্ঞতা সমা‌বে‌শ প্র‌বীন বর্ষীয়ান রানী‌তি‌বিদ‌দের প্র‌তি

0
239

‌বেনা‌পোল প্র‌তি‌নি‌ধিঃ১৯৭৫ এর পর‌ শার্শা উপ‌জেলার বাংলা‌দেশ আওয়ামীগ এর যে সব ত্যা‌গি নেতা কমী অব‌হে‌লিত এবং বয়‌সের ভা‌রে ন্যাুজ হ‌য়ে‌ছে এবং যা‌দের লড়াই সংগ্রা‌মে এদেশ স্বা‌ধিন হ‌য়ে‌ছে  সেই  শ্রদ্ধা ভাজন বর্ষীয়ান রাজ‌নিতী‌বিদ‌দের সন্মা‌নে বি‌শেষ কৃতজ্ঞতা সমা‌বেশ এর আ‌য়োজন ক‌রে‌ছেন য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারন সম্পাক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।শ‌নিবার বি‌কে‌লে বেনা‌পোল কে‌ন্দ্রিয় শহীদ মিনার ও বল‌ফিল্ড মা‌ঠে মেয়র লিট‌নের আ‌য়োজ‌নে এ ব্যা‌তিক্রম ধর্মী কৃতজ্ঞতা সমা‌বেশ অনুষ্টান অনু‌ষ্ঠিত হয়। সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের সহসভাপ‌তি ও সা‌বেক উলাশী ইউ‌পি প‌রিষদ এর চেয়ারম্যান শ‌হিদুল আলম। এসময় ১৫৩ জন প্রবীন  বর্ষীয়ান ত্যা‌গি অব‌হে‌লিত রাজ‌নিতী‌বিদ‌দের উত্ত‌রিয় ও সন্মা‌নিয়ওে সন্মা‌নিয় ক্রেষ্ট প‌রি‌য়ে দেন মেয়র লিটন।য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ব‌লেন, গত শতা‌ব্দীর প্রবীন ও বর্ষীয়ান আওয়ামীলী‌গের নেতা কর্মীরা যারা বয়‌সের ভা‌রে ন্যুজ, যা‌দের লড়াই আর সংগ্রা‌মে আমরা পে‌য়ে‌ছিলাম এক‌টি ভুখন্ড।যারা আজ সমস্ত আ‌লো আর আ‌লোচনার বাই‌রে যারা  এক সময় ছি‌লেন শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের প্রান। সততার সা‌থে সাংগঠ‌নিক নেতৃত্ব দেওয়ার এক গৌরবজ্জল ই‌তিহাস তারা আজ অ‌ভিমা‌নে নি‌জে‌দের গু‌টি‌য়ে নি‌য়ে‌ছেন। এই  প্রবীনরা নেতারা নির্যা‌তিত নি‌পিড়ীত মানু‌ষের জন্য লড়াই ক‌রে । তা‌দের অবদা‌নের জন্য আজ বাংলা‌দেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়।প্র‌বিন শার্শা উপ‌জেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা আহসান ফি‌রোজ ব‌লেন এখ‌নো এরকম শ্রদ্ধা জানা‌তে আওয়ামীলী‌গে নেতা আ‌ছে ভাব‌তে আমার চো‌খে জল আস‌ছে।