ভারতের ১‌৪তম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ

0
352

ম্যাগপাই নিউজ ডেস্ক: ভারতের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দলিত নেতা ও ক্ষমতাসীন বিজেপির মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দ।

রাইসিনা হিলের পরবর্তী বাসিন্দা যে তিনিই হচ্ছেন সেটি আগে থেকেই অনুমান করা গিয়েছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি ছিল ৭০ ভাগ মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবেন তাদের মনোনীত প্রার্থী। বিজেপির পূর্ভাবাস সত্যি না হলেও কাছাকাছিই ভোট পেয়েছেন কোবিন্দ। ৬৫.৬৫ ভাগ ভোট পেয়েছেন কোবিন্দ। প্রেসিডেন্ট নির্বাচনে কোবিন্দের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের মনোনীত প্রার্থী মীরা কুমার। তিনি পেয়েছেন ৩৪.৩৫ ভাগ ভোট।

আজ বৃহস্পতিবার প্রাথমিক ভোট গণনায়ও প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রামনাথ কোবিন্দই এগিয়ে ছিলেন। কোবিন্দের গ্রামের বাড়ি উত্তর প্রদেশের কানপুরের দেহাত জেলার পারাউখ গ্রামে। সেখানে দুপুর থেকেই চলছে গান-বাজনা চলছে। হারমোনিয়াম কাঁধে নিয়ে কাউকে কাউকে নাচতেও দেখা গেছে।

গত ১৭ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় শুরু হয় ভোট গণনা। আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস ও এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here