“ভুমি সেবা সহজীকরণে শার্শার বাগআঁচড়া বাজারে হাট-বাজারের চান্দিনা ভিটার লীজ নবায়নে উদ্ভাবনী উদ্দোগ নেওয়া হয়েছে”

0
379

আরিফুজ্জামান আরিফ, (যশোর) : ভুমি সেবা সহজীকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের আওতায় বিভাগীয় এবং জেলা প্রশাসনের নির্দেশনায় পাইলট প্রকল্পের অংশ হিসাবে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে হাট-বাজারের চান্দিনা ভিটার লীজ নবায়নের ক্ষেত্রে উদ্ভাবনী উদ্দোগ নেওয়া হয়েছে।

পূর্ব নির্ধারিত সময়ে পেরিফেরিভুক্ত হাট-বাজারের স্টেক হোল্ডারগন নির্ধারিত ফরমে আবেদন দাখিল করেন।

পরে সেটি সরজমিনে দেখা দৃষ্টান্তে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াদুদ সহ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের ইউ এল এ ও গন,সার্ভেয়ার,নাজির সহ সকল অফিস ষ্টাফ জনগনের সেবায় স্পটেই আবেদন কারীগনের লীজ নবায়ন করেন। সেবাগ্রহীতাগন স্পটে উপস্হিত এই উদ্দোগ কে ভূয়সী প্রশংসা করেন এবং স্বাগত জানান।

এসময় বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ,সাধারন সম্পাদক আবু সাঈদ,কলেজ অধ্যক্ষ,প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here