মঈনের ঘূর্ণি জাদুতে ইংল্যান্ডের বিশাল জয়

0
346

ক্রীড়া ডেস্ক: সাউথ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনে বিশাল জয় পেল ইংল্যান্ড। মঈন আলীর ঘূর্ণি জাদুতে রবিবার ২১১ রানের জয় তুলে নিয়েছে ইংলিশরা। ম্যাচের শেষ ইনিংসে মঈন আলী নিয়েছেন ৬টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ১০টি উইকেট। এই জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

গত ৬ জুলাই ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে জো রুট ১৯০, বেন স্টোকস ৫৬, মঈন আলী ৮৭ ও স্টুয়ার্ট ব্রড ৫৭ রান করেন। সাউথ আফ্রিকার পক্ষে মরনি মরকেল ৪টি, ভারনন ফিল্যান্ডার ৩টি, কাগিসো রাবাদা ৩টি করে উইকেট নেন।

পরে সাউথ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩৬১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ডেন এলগার ৫৪, টেম্বা বাভুমা ৫৯, কুইন্টন ডি কক ৫১ ও ভারনন ফিল্যান্ডার ৫২ রান করেন। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৪টি, লিয়াম ডসন ২টি, স্টুয়ার্ট ব্রড ২টি ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন।

এরপর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার অ্যালেস্টার কুক। সাউথ আফ্রিকার পক্ষে মরনি মরকেল ৩টি, কাগিসো রাবাদা ৩টি ও কেশভ মহারাজ ৪টি করে উইকেট নেন।

প্রথম ইনিংস শেষে ৯৭ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। এজন্য সাউথ আফ্রিকার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৩১ রান। কিন্তু ১১৯ রান করে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন টেম্বা বাভুমা। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৬টি, লিয়াম ডসন ২টি, মার্ক উড ১টি ও জেমস অ্যান্ডারসন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ২১১ রানে জয়ী ইংল্যান্ড

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৫৮ (১০৫.৩ ওভার)

(অ্যালেস্টার কুক ৩, কিটন জেনিংস ৮, গ্যারি ব্যালান্স ২০, জো রুট ১৯০, জনি বেয়ারস্টো ১০, বেন স্টোকস ৫৬, মঈন আলী ৮৭, লিয়াম ডসন ০, স্টুয়ার্ট ব্রড ৫৭*, মার্ক উড ০, জেমস অ্যান্ডারসন ১২; মরনি মরকেল ৪/১১৫, ভারনন ফিল্যান্ডার ৩/৬৭, কাগিসো রাবাদা ৩/১২৩, কেশভ মহারাজ ০/১০৭, থিউনিস ডি ব্রুইন ০/৩০, টেম্বা বাভুমা ০/১৪)।

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৬১ (১০৫ ওভার)

(ডেন এলগার ৫৪, হেইনো কুন ১, হাশিম আমলা ২৯, জেপি ডুমিনি ১৫, টেম্বা বাভুমা ৫৯, থিউনিস ডি ব্রুইন ৪৮, কাগিসো রাবাদা ২৭, কুইন্টন ডি কক ৫১, ভারনন ফিল্যান্ডার ৫২, কেশভ মহারাজ ৯, মরনি মরকেল ২*; জেমস অ্যান্ডারসন ২/৪৪, স্টুয়ার্ট ব্রড ২/৬২, মার্ক উড ০/৬৫, লিয়াম ডসন ২/৬৭, মঈন আলী ৪/৫৯, বেন স্টোকস ০/৫৩)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩৩ (৮৭.১ ওভার)

(অ্যালেস্টার কুক ৬৯, কিটন জেনিংস ৩৩, গ্যারি ব্যালান্স ৩৪, জো রুট ৫, জনি বেয়ারস্টো ৫১, বেন স্টোকস ১, মঈন আলী ৭, লিয়াম ডসন ০, স্টুয়ার্ট ব্রড ০, মার্ক উড ২৮, জেমস অ্যান্ডারসন ০; মরনি মরকেল ৩/৬৪, কাগিসো রাবাদা ৩/৫০, কেশভ মহারাজ ৪/৮৫, জেপি ডুমিনি ০/২১, ভারনন ফিল্যান্ডার ০/৯)।

সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ১১৯ (৩৬.৪ ওভার)

(হেইনো কুন ৯, ডেন এলগার ২, হাশিম আমলা ১১, জেপি ডুমিনি ২, কুইন্টন ডি কক ১৮, টেম্বা বাভুমা ২১, থিউনিস ডি ব্রুইন ১, ভারনন ফিল্যান্ডার ১৯*, কেশভ মহারাজ ১০, কাগিসো রাবাদা ৪, মরনি মরকেল ১৪; জেমস অ্যান্ডারসন ১/১৬, স্টুয়ার্ট ব্রড ০/৫, মঈন আলী ৬/৫৩, মার্ক উড ১/৩, লিয়াম ডসন ২/৩৪)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: মঈন আলী (ইংল্যান্ড)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here