মণিরামপুরের লোকালয় থেকে বাঘ উদ্ধার আতঃপর মৃত্যু

0
596

উত্তম চক্রবর্ত্তী,মণিরামপুর (যশোর) : বাঘ মানে মানুষের মধ্যে আতংকের বিষয়। মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের লোকালয়ে প্রবেশের পর বাঘ-বাঘ পাওয়া গেছে এমন খবর শুনে এলাকাবাসি ছুটে এসে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে একটি বড় ধরনের মেছো বাঘ। গত রবিবার বেলা ১১টার দিকে বাঘটি উদ্ধার করার পর স্থানীয় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে নিয়ে আসার পর বাঘটি মারা যায়। স্থানীয়রা জানান, ধানক্ষেতে পানি দিতে গেলে হাজরাকাঠি গ্রামের হাজী ওলিয়ার দফাদারের পুত্র কৃষক আবু হোসেন প্রথমে বাঘটি তার জমির পাশে দেখতে পায়। কিন্তু সাহস হচ্ছিল না বাঘটির কাছে যেতে। এরপর স্থানীয়রা খবর পেয়ে ওই স্থানে জড়ো হয়ে একে অপরের সাথে পরমর্শের এক পর্যায়ে বুঝতে পারে বাঘটি প্রচন্ড অসূস্থ্য। পরে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস এবং আবু হোসেনসহ স্থানীয় লোকজন বাঘটিকে নিয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরে যায়। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সার্জন ডাঃ শুভংকর দত্ত জানান, গ্রামবাসিরা প্রথমে ভেবে ছিলেন উদ্ধার হওয়া প্রাণীটি চিতা বাঘ। কিন্তু সেটি চিতা নয়-মেছো বাঘ বলে তিনি জানান। মেছো বাঘটি বিষাক্ত কোন দ্রব্য খাওয়ার পর প্রচন্ড অসূস্থ্য হয়ে পড়ে। এ ব্যাপারে স্থানীয়রা জানায়, বাঘটি মারা যাওয়ার পর হাজরাকাঠি গ্রামের মৃত ইউনুচ আলীর পুত্র বাবলুর রহমান তার চামড়াটি খুলে বাড়ীতে নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here