মণিরামপুরে চেয়ারম্যান পুত্র গ্রাম পুলিশকে মারপিট করার ঘটনায় শাস্তির দাবিতে সমাবেশ শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান

0
321

উত্তম চক্রবর্ত্তী, মণিরামপুর : মণিরামপুরে গ্রাম পুলিশকে মারপিটের ঘটনায় ফুঁসে উঠেছেন কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা। মঙ্গলবার প্রায় দেড়শতাধিক গ্রাম পুলিশ সদস্য একত্রিত হয়ে ঘটানার সাথে জড়িত চেয়ারম্যান পুত্রসহ দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। এদিন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মনিরাপুর শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

জানাযায়, উপজেলার রোহিতা ইউপি চেয়ারম্যান আনছার আলীর বিরুদ্ধে দফাদার পদে পদায়নের কথা বলে মাসুদুর রহমান নামে এক গ্রাম পুলিশ সদস্য’র কাছ থেকে উৎকোচ নেয়ার ঘটনা জনমূখে প্রচার হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মাসুদকে বাড়ি থেকে ধরে এনে চেয়ারম্যান পুত্র হাসান ইমাম বাপ্পির নেতৃত্বে নয়ন, জুয়েলসহ ৪ সন্ত্রাসী তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় আহত মাসুদের স্ত্রী জুলেখা বাদী হয়ে চেয়ারম্যান পুত্র বাপ্পী, রাজবাড়িয়া গ্রামের শহীদের ছেলে নয়ন হোসেন, মুড়াগাছা গ্রামের কওছারের ছেলে মনোয়ার হোসেন ও গোয়ালদহ গ্রামের মৃত ভজা মোল্যার ছেলে বাবুলুর নামে থানায় মামলা করেন। যার মামলা নং-৪, তারিখ ২২-০৪-১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় ইতোমধ্যে বাবুলকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে নিজ সহকর্মীর ওপর এমসন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা। তারা মাসুদের ওপর হামলাকারির পরিকল্পনাকারীসহ দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার স্মারকলিপি প্রদানকালে এক সমাবেশে তারা এসব দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইব্রাহিম মোড়ল, হাদিউজ্জামান, রবিউল ইসলাম, হযরত আলী, আবুল হোসেন, মনিরুজ্জামানসহ দেড় শতাধিক গ্রাম পুলিশ সদস্য। এদিকে আহত মাসুদ এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here