মণিরামপুরে দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে ঝিকরগাছার সন্ত্রাসী রাজু নিহত

0
439

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে রাজু সরদার নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সকালে রাজু সরদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু সরদার (২৮) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে। ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাসহ অন্তত আড়াই ডজন মামলা রয়েছে রাজুর বিরুদ্ধে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকান্ডের প্রধান আসামি। গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হন।
এদিকে, একদিন আগে শনিবার ভোরে ঝিকরগাছায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বাবু হাসান ওরফে পালসার বাবু নিহত হয়েছেন। ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here