মণিরামপুরে হ্যানকাপসহ এক আসামী পলায়ন, আটক ১০

0
477

উত্তম চক্রবর্ত্তী, মণিরামপুর (যশোর):মণিরামপুর উপজেলার মনিরুজ্জামান (৩৮) নামের এক নাশকতার মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি হ্যানকাপসহ পুলিশের হাত থেকে পালিয়েছে। গত শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নারীসহ দশ জনকে আটক করেছে। তবে পুলিশ বলছেন, আটককৃতদের সংখ্যা নয়জন।
স্থানীয়রা জানায়,গত শুক্রবার সকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান হোসেন রতনদিয়া গ্রামের সাবেক মেম্বার মফিজুর রহমানের ছেলে মনিরুজ্জামানকে আটক করে। এরপর পুলিশ তাকে নিয়ে মোটরসাইকেলে উঠতে যাওয়ার সময় পুলিশের হাতে কামড় দিয়ে হ্যানকাপসহ মনিরুজ্জামান দৌঁড়ে পালায়। পরে দুপুরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকার মাওলানা আব্দুর রউফ, রাসেল, ফরিদা বেগম, ফিরোজা, সাইফুল, ইউসুফ, মকবুল, সুলতান, আব্দুর রশিদ ও মন্টু কে আটক করেন। মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ নয় জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ আসামী ধরে নিয়ে আসার সময় স্থানীয় এক দেড়শ লোক পুলিশের গতিরোধ করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা ব্যর্থ হলে পরে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নয় জনকে আটক করে। ওসি আরো জানান, এই ঘটনায় এখনো এলাকায় অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here