মণিরামপুর কলেজের ৫০ বছর পূর্তি দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক পিযূষ কান্তি ভট্টাচার্য্য

0
488

উত্তম চক্রবর্তী,মণিরামপুর (যশোর) : আজ থেকে দুই দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে মণিরামপুর কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের বর্ণিল অনুষ্ঠানমালা। এ উপলক্ষে কলেজটি আলোক সজ্জাসহ নানা সাজে সজ্জিত করা হয়েছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কের উপর সু-সজ্জিত তোরণ শোভা পাচ্ছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালায় রাজনৈতিক দলের জাতীয় গুরুত্বপূর্ণ নেতৃবর্গ, মন্ত্রী, দেশবরণ্য শিক্ষাবিদ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন। এছাড়া বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা গানসহ নৃত্য পরিবেশন করবেন বলে জানগেছে।

সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক ও কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী জানান, অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৯ টায় জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম দিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. পিযূষ কান্তি ভট্টাচার্য্যসহ আমন্ত্রিত অতিথি বর্গের উপস্থিতিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হবে। এরপর জাতীয় ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শান্তির প্রতিক পায়রা ও সুবর্ণ জয়ন্তীর প্লাকার্ড সম্বলিত ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন কেন্দ্রীয় আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. পিযূষ কান্তি ভট্টাচার্য্য কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকীর স্বাগত বক্তব্য ও স্থানীয় সংসদ সদস্য কলেজের গভর্নিং বডির সভাপতি স্বপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে শুরু হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পিযূষ কান্তি ভট্টাচার্য্য। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাবেক মেয়র এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। আলোচনা সভা শেষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মেয়র কাজী মাহমুদুল হাসান, সাবেক মেয়র এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। আলোচনা সভা শেষে দেশের জনপ্রিয় শিল্পী আখি আলমগীরের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here